মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৬:৪৫ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট অঞ্চলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ জানুয়ারি) সি ওয়ার্ল্ড থিম পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ২টার দিকে জরুরি পরিষেবা কর্মীয়া ঘটনাস্থলে যান।
সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ড পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক গ্যারি ওরেল বলেছেন, ‘সংঘর্ষের পর দুটি কপ্টারই মাটিতে আছড়ে পড়ে। ফলে ৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।’
কেন এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন নিরাপত্তা ব্যুরো।
জেবি/এসবি