‘৪টি জায়গা থেকে ইমরান খানের ওপর গুলিবর্ষণ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার উদ্দেশে গুলিবর্ষণের ঘটনা ঘটে গত বছরের নভেম্বর মাসে। লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় হামলা হয়েছিল।
হামলায় ইমরান খান আহত হন এবং একজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনা নিয়ে তদন্তকারী দল বলছে, চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে এবং সেখানে আরও তিনজন শুটার ছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরের শুরুতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা প্রচেষ্টার ঘটনায় তদন্ত করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। তদন্তকারী এই দলটি বলেছে, চারটি ভিন্ন জায়গা থেকে (ইমরান খানের ওপর) গুলি চালানো হয়েছিল এবং গ্রেফতারকৃত একজন সন্দেহভাজন ছাড়া আরও তিনজন শুটার এই হামলার সাথে জড়িত ছিল।
মঙ্গলবার তদন্তকারী দল জেআইটি-র একজন সদস্যের বরাত দিয়ে দ্য ডন সংবাদপত্র জানিয়েছে, ‘ঘটনাস্থল থেকে গ্রেফতার করা সন্দেহভাজন নাভিদ মেহেরের পরিচালিত বন্দুক হামলা ছাড়াও যথেষ্ট উচ্চতা থেকে অজানা অস্ত্র থেকে ইমরান খানের ওপর গুলি চালিয়েছিল তিনজন অজ্ঞাত বন্দুকধারী।’