দিল্লিতে তীব্র ঠান্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
ভারতের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩ জানুয়ারি) সকালে দেশটির আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল নাইনিতাল এবং দেহরাদুনের চেয়ে দিল্লির এই তাপমাত্রা অনেক কম।
ঘন কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতা কমে এসেছে মাত্র ২০০ মিটারে। ফলে রাস্তাঘাটে চলাচল বিঘ্নিত হচ্ছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ধর্মশালায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, নাইনিতালে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেহরাদুনে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের 'দিল্লি রিজ' আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেবি/এসবি