যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার নারীর মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩
সাবেক প্রেমিকাকে হত্যার অপরাধে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এক ট্রান্সজেন্ডার নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদেশের ১৬ বছর পর ইনজেকশন দিয়ে এ শাস্তি কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর নাম অ্যাম্বার ম্যাকলাফলিন। ২০০৬ সালে সাবেক প্রেমিকা বেভারলি গুন্থারকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন মিসৌরির আদালত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রাণঘাতী ইনজেকশন দিলে অ্যাম্বার ম্যাকলাফলিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা গেছে, বিচ্ছেদের পরেও অ্যাম্বার ক্রমাগত উত্যক্ত করতে থাকায় বেভারলি গুন্থার নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তাতেও শেষরক্ষা হয়নি। ২০০৩ সালে মিসিসিপি নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।
রায়ের পরও অ্যাম্বারের মৃত্যুদণ্ড কার্যকর করা যায়নি। ১০ বছর পর, অর্থাৎ ২০১৬ সালে অ্যাম্বার ম্যাকলাফলিনের মৃত্যুদণ্ড নিয়ে নতুন করে শুনানির আদেশ দেন আদালত। তবে ২০২১ সালে কেন্দ্রীয় আপিল আদালত ২০০৬ সালের আদেশই বহাল রাখেন।
মিসৌরির কারা কর্তৃপক্ষ জানায়, ৪৯ বছর বয়সী এই ট্রান্সজেন্ডার নারী তিন বছর ধরে তার পূর্ণাঙ্গ নারী সত্তায় ফিরে যাওয়ার চেষ্টা করে আসছিলেন। তবে তিনি কোনো ধরনের হরমোন চিকিৎসা নেননি।