তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩


তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৫
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে অভিবাসনপ্রত্যাশী ৫ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ১০ জন।


শনিবার (৭ জানুয়ারি) তিউনিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানান,  তিউনিসিয়ার উপকূলের স্ফ্যাক্স অঞ্চলে লুয়াটায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।


অবৈধভাবে পাড়ি দিয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার প্রধান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় ইউরোপে গেছেন।


জেবি/এসবি