চীনে ট্রাক চাপায় নিহত ১৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৩


চীনে  ট্রাক চাপায় নিহত ১৭
শবযাত্রায় একটি ট্রাকের চাপায় ১৭ জনের প্রাণহানি

ঘন কুয়াশার কারণে চীনে পূর্বঞ্চলীয় জিয়াংশি প্রদেশে শবযাত্রায় একটি ট্রাকের চাপায় ১৭ জনের প্রাণহানি হয়েছেন। এতে আরও ২২ জন হয়েছেন।


দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছ, স্থানীয় সময় শনিবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে নানাচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় কাউন্টি ট্রাফিক পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় কমে যাওয়ার ফলে পেছন থেকে শবযাত্রায় একটি ট্রাক লোকজনকে চাপা দেয়। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ  দেওয়া হয়েছে।


জেবি/এসবি