সাবেক রাষ্ট্রপতির মেয়ের ৫ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩
ইরানের সাবেক রাষ্ট্রপতি আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফাজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) তার আইনজীবীরা সিএনবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, তেহরানের পাবলিক প্রসিকিউটর গত বছর হাশেমিকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের’ অভিযোগে অভিযুক্ত করেছিলেন।
গত সেপ্টেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পুলিশ হেফাজতে কুর্দি নারীর মৃত্যুর কারণে তেহরানে দাঙ্গাকে উসকে দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নেদা শামস টুইটে জানিয়েছেন, ফাজেহ হাশেমিকে গ্রেপ্তারের পর পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু এই শাস্তি চূড়ান্ত নয়।
২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনকালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ফাজেহ হাশেমিকে সব ধরনের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। একই অভিযোগে ২০১২ সালে তাকে জেলে পাঠায় ইরানের আদালত।