ট্যাক্স জালিয়াতি মামলা: ট্রাম্পের নির্বাহী উইসেলবার্গের ৫ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩
ট্যাক্স জালিয়াতির মামলায় ট্রাম্প অরগানাইজেশনে দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী অ্যালেন উইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সাজা ঘোষণার পর উইসেলবার্গকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তাকে নিউইয়র্ক সিটির কুখ্যাত রাইকার্স আইল্যান্ড করাগারে নিয়ে যাওয়া হবে।
ওয়েইসেলবার্গের ৫ মাসের কারাদণ্ডের বিষয়টি সামনে আসে গত আগস্টে। তখন তিনি ট্যাক্সবিষয়ক অপরাধ স্বীকার ও কোম্পানির বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হোন।
এছাড়া বিচারক জুয়ান ম্যানুয়েল মার্চানও ওয়েইসেলবার্গকে প্রায় ২ মিলিয়ন ডলার কর, জরিমানা ও সুদ প্রদানের নির্দেশ দিয়েছেন। ওয়েইসেলবার্গকে কারা দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে ৫ বছরের প্রবেশনও শেষ করতে হবে।
জেবি/এসবি