ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৩


ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০
দুর্ঘটায় বিধ্বস্ত বাস

ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন ৩০ জন।


শুক্রবার (১৩ জানুয়ারি) মহারাষ্ট্রের নাসিক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।


প্রথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে ৭ নারী, ২ জন ছোট ছেলে ও একজন পুরুষ রয়েছেন। 


অপরদিকে, আহতদের সিন্নর গ্রামীণ হাসপাতাল ও সিন্নরের যশবন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বললে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।


জেবি/এসবি