ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার হামলা, নিহত ১২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩


ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার হামলা, নিহত ১২
ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার হামলা

ইউক্রেনজুড়ে  ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায়  ১২ জনের প্রাণহানি হয়েছে। দেশটির  পূর্বাঞ্চলীয় শহর দানিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে এই হামলার ঘটনা ঘটে। 


এছাড়া  কিয়েভ, খারকিভ ও ওডেসা শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরগুলোর বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন জরুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 


শনিবার (১৪ জানুয়ারি) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বলেন, উক্রেনের বাহিনী ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে দানিপ্রো শহরে। সেখানকার একটি নয় তলা ভবনের প্রবেশমুখে ক্ষেপণাস্ত্র আঘাত করলে বেশ কয়েকটি তলা ধূলিসাৎ হয়ে যায়। 


ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই আঘাতে অন্তত ৭৩ জন আহত হয়েছে যাদের মধ্যে ১৪টি শিশুও রয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।


জেবি/এসবি