ধূমপান ঠেকাতে মেক্সিকোতে কঠোর আইন পাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩
ধূমপান ঠেকাতে জোরালো আইন কার্যকর করলো লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। এটি বিশ্বের বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যেও একটি।
দেশটিতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা ছিলো। এখন এই আইনের ক্ষেত্র আরও বাড়িয়ে সব জনসমাগমস্থলে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পার্ক, সৈকত, হোটেল কর্মক্ষেত্র ও রেস্তোরাঁয় ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা থাকবে।এমনকি দোকানের ভেতরেও সিগারেট রাখা যাবে না।
নতুন আইনে আওতায় ভেপস ও ই-সিগারেটও নিষিদ্ধ। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে। দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।
জেবি/এসবি