ধূমপান ঠেকাতে মেক্সিকোতে কঠোর আইন পাশ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩


ধূমপান ঠেকাতে মেক্সিকোতে কঠোর আইন পাশ
ধূমপান ঠেকাতে মেক্সিকোতে কঠোর আইন

ধূমপান ঠেকাতে জোরালো আইন কার্যকর করলো লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। এটি বিশ্বের বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যেও একটি।


দেশটিতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা ছিলো। এখন এই আইনের ক্ষেত্র আরও বাড়িয়ে সব জনসমাগমস্থলে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


পার্ক, সৈকত, হোটেল কর্মক্ষেত্র ও রেস্তোরাঁয় ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা থাকবে।এমনকি দোকানের ভেতরেও সিগারেট রাখা যাবে না। 


নতুন আইনে আওতায় ভেপস ও ই-সিগারেটও নিষিদ্ধ। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে। দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।


জেবি/এসবি