নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩


নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৬
উড়োজাহাজ বিধ্বস্ত

নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় ৭২ আরোহী নিয়ে উড়ে যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এত নিহত হয়েছেন ১৬ জন। 


রবিবার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি।


ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র  সুদর্শন বারতৌলা  দেশটির স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। 


একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।


জেবি/এসবি