নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বেড়ে ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৭ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩
নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় ৭২ আরোহী নিয়ে উড়ে যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে নিহতে সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
রবিবার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা দেশটির স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং বিমানবন্দরটির প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। নেপালের কমপক্ষে ২০০ সেনা সদস্য যোগ দিয়েছেন উদ্ধারকাজে।
দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
জেবি/এসবি