সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩


সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা
মুরসাল নবীজাদা

আফগানিস্তানের সাবেক নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এসময় গুলিতে তার দেহরক্ষী নিহত হয়।


সোমবার (১৬ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলে এ ঘটনাটি ঘটে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, কাবুলে সাবেক আফগান নারী সংসদ সদস্য এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মুরসাল নবীজাদা যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে পার্লামেন্টের সদস্য ছিলেন।


তবে ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। তিনি আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলে থেকে গিয়েছিলেন।


কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, ‘নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।’