ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে মা-শিশুসহ ৬ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীরা গুলিতে ৬ জনের প্রাণহানি হয়েছেন। নিহতদের মধ্যে ৬ মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।
ধরণা করা হচ্ছে, এ ঘটনায় দুইজন জড়িত। পুলিশ তাদের খুঁজছে।
এদিকে, ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করেছেন কাউন্টি শেরিফ মাইক বউরেক্স। তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত থাকতে পারে।
কাউন্টি শেরফি বলেন, ঘটনার পর পুলিশ দুই জনের মরদেহ সড়কে, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। বাকিদের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
জেবি/এসবি