৩০ বছর পর পুলিশের জালে ‘মাফিয়া বস’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩


৩০ বছর পর পুলিশের জালে ‘মাফিয়া বস’
কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারো

৩০ বছর ধরে ইতালির মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারোকে খুঁজছিলো পুলিশ। কিন্তু তাকে ধরার কোনো তথ্য পুলিশের হাতে ছিল না।


সোমবার (১৭ জানুয়ারি) পালেরমো শহরের একটি হাসপাতাল থেকে তাকে আটক করেছে ইতালির পুলিশ। জানা গেছে, ক্যান্সারের চিকিৎসা নিতে তিনি ওই হাসপাতালে এসেছিলেন।


অভিযান চালিয়ে যখন মেসিনা দেনারোকে আটক করা হয়, তখনই তাকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়।


অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি এই সংগঠিত অপরাধ চক্রের ‘বস’ নাকি একবার গর্ব করে বলেছিলেন- তার হাতে নিহতদের দিয়ে একটা কবরস্থান ভরে ফেলা যাবে।


এদিকে মেসিনার অনুপস্থিতিতেই আদালতে তার বিচার হয়েছিল।


পরে ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ১৯৯৩ সাল থেকে অনেক চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারেনি।