সোমালিয়ার সেনাঘাঁটিতে হামলায় ৭ সেনা নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩


সোমালিয়ার সেনাঘাঁটিতে হামলায় ৭ সেনা নিহত
সোমালিয়ার সেনা সদস্য

সোমালিয়া একটি সেনাঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। এত কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।


কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে এই সেনাঘাঁটিটি আল শাবাবের কাছ থেকে পুনর্দখল করেছিল সোমালিয়ার সেনারা। সেখানে জঙ্গিদের হামলায় ঘাঁটির কমান্ডারসহ সাত সেনা নিহত হয়।


এতে আরও বলা হয়ছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব সদস্যরা প্রথমে আত্মঘাতী গাড়ি নিয়ে হাওয়াদলে গ্রামের সেনাঘাঁটিতে প্রবেশ করে। এরপর গুলি চালায়। পার্শ্ববর্তী শহরের সেনা কমান্ডার ক্যাপ্টেন আদেন নুর বলেন, তারা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। কিন্তু একজন কমান্ডারসহ কয়েকজন সেনা সদস্য হারিয়েছেন। 


এদিকে, এক বিবৃতি দিয়ে  হামলার দায় স্বীকার করে  আল শাবাব। জঙ্গি গোষ্ঠীটি বলেছে, স্বধর্মত্যাগী কয়েকজন সেনা এবং তাদের কমান্ডারকে তারা হত্যা করেছেন। এই সেনা ঘাঁটিটি  রাজধানী মোগাদিসু থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।


জেবি/এসবি