নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। তিনি জানিয়েছেন, আসছে ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নেপিয়ারে সাংবাদিকদের তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ অফিস।
জেসিন্ডা আরডার্ন বলেন, 'আমি চলে যাচ্ছি, কারণ কাজটি কঠিন। এই পদটি কী তা আমি জানি। আমি জানি, এই পদের প্রতি সুবিচার করার মতো আর কিছু মজুত নেই আমার কাছে। বিষয়টি একেবারেই সহজ।'
ক্ষমতাসীন নিউজিল্যান্ডের লেবার পার্টির নতুন নেতৃত্বের জন্য আগামী রবিবার ভোট হবে। যিনি দলের নেতা নির্বাচিত হবেন তিনি পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী হিসেবে আরডার্নের মেয়াদ শেষ হবে ৭ ফেব্রুয়ারি এবং ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেবি/এসবি