ভারতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৯


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩


ভারতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৯
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক

ভারতের মহারাষ্ট্রের একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৯ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রায়গড় জেলায় মুম্বাই-গোয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ সুপার সোমনাথ ঘর্গে বলেন, মুম্বাই থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে ভোর ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই আত্মীয়। তারা গাড়িতে করে রত্নাগিরি জেলার গুহাগড়ে যাচ্ছিলেন।


তিনি আরও বলেন, ট্রাকটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি মেয়েশিশু, ৩জন নারী ও ৫জন পুরুষ রয়েছে। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় আহত চার বছর বয়সী এক মেয়েকে মানগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।


জেবি/এসবি