মস্কো বিজয়ী হবেই: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩
প্রায় বছরব্যাপী ভিযানে সামরিক বিপর্যয় সত্ত্বেও ইউক্রেনে মস্কো বিজয়ী হবেই এবং তাতে 'কোনও সন্দেহ নেই' বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৮ জানুয়ারি) রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে একটি কারখানায় শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন তিনি।
পুতিন বলেন, 'বেশ কয়েকটি সামরিক পরাজয় সত্ত্বেও বিজয় ‘নিশ্চিত ছিল, এতে আমার কোনো সন্দেহ নেই।'
তিনি আরও বলেন, 'রাশিয়ার জনগণের ঐক্য ও সংহতি, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্ব এবং অবশ্যই সামরিক শিল্পের কর্মকাণ্ড বিজয় নিশ্চিত করবে।'
রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে পুতিন বলেন, 'আমাদের নির্ভর করার কিছু আছে এবং এটি অবশ্যই অনুপ্রাণিত করছে যে, বিজয় আমাদের হবে।'
জেবি/এসবি