সিটবেল্ট না পরায় জরিমানা দিলেন প্রধানমন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩


সিটবেল্ট না পরায় জরিমানা দিলেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: ইন্টারনেট

গাড়িতে সিটবেল্ট না পরায় জরিমানা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার (২১ জানুয়ারি) পুলিশ তাকে এ জরিমানা করে। খবর বিবিসির।


জানা গেছে, লন্ডন থেকে পশ্চিম ইংল্যান্ডে যাচ্ছিলেন সুনাক। এ সময় একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন সুনাক। এ জন্য ক্ষমাও চান তিনি।


পুলিশ জানায়, তারা এ বিষয়টি তদন্ত করবে।


যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।