তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে জনগণ: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২৬ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
ব্রিটিশ সাপ্তাহিক দি ইকোনমিস্টের নেতিবাচক সংবাদ নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে দেশটির জনগণ, ব্রিটিশ পত্রপত্রিকা নয়।
শুক্রবার (২১ জানুয়ারি) ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এ কথা বলেন।
তিনি বলেন, আমার দেশে ভাগ্যবদল করবে আমার দেশের জনগণ, তারাই এ দেশের ভবিষ্যত নির্ধারণ করবেন।
এদিকে আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এমনটিই ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। যদিও মূল্যস্ফীতি আর খাদ্যপণ্যের দামবৃদ্ধির কারণে অস্বস্তিতে রয়েছেন এই তুর্কি নেতা।