বাইডেনের বাড়ি থেকে ৬ গোপন নথি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে ছয়টি গোপন নথি উদ্ধার করা হয়েছে। তল্লাশির সময় বাইডেন কিংবা তার স্ত্রী কেউই উপস্থিত ছিলেন না।
স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) বাইডেনের বাড়িতে ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে এসব নথি উদ্ধার করা হয়।
বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেন, নতুন করে পাওয়া নথিগুলোর মধ্যে ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাইডেন ডেলাওয়ারের সিনেটর থাকাকালীন কিছু নথি আছে। এছাড়া ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট থাকার সময়েরও কিছু নথি আছে। এসব নথির মধ্যে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কিছু নথি বাইডেন নিজ হাতে লিখেছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া গোপন নথি নিয়ে গত বছর সরগরম ছিল যুক্তরাষ্ট্র। আইন মেনে ট্রাম্প সেগুলো সংরক্ষণ করেননি বলে অভিযোগ আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
কিছুদিন আগেই বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের ওই পারিবারিক বাড়ির গ্যারেজ থেকে ‘গোপনীয়’ লেখা একটি নথি উদ্ধার হয়েছিল।