ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৯ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২৮ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মন্টেরি পার্ক শহরের একটি ব্যস্ত এলাকায় বন্দুকধারীর গুলিতে ৯ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এর আগে মন্টেরি পার্কে চীনা চন্দ্র নববর্ষ উদযাপনের জন্য শহরের হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। বন্দুকধারীর গুলিবর্ষণে কতজন আহত বা কতজনকে গ্রেফতার করা হয়েছে এখনো জানায়নি পুলিশ।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানায়, গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজন পুরুষ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলোতে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কি.মি পূর্বে অবস্থিত ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিতি দেখা গেছে।
একজন প্রত্যক্ষর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, 'তিনজন মানুষ তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং তাকে দরজা বন্ধ করে দিতে বলেন। কারণ, ওই এলাকায় মেশিনগানসহ একজন লোক বিচরণ করছিল।'
বার্ষিক চন্দ্র নববর্ষ উৎসব হলো একটি সপ্তাহান্তব্যাপী অনুষ্ঠান, যাতে এক লাখেরও বেশি মানুষ ভিড় করেন৷ শনিবার রাতের এই উৎসব স্থানীয় সময় রাত ৯টায় শেষ হওয়ার কথা ছিল। মন্টেরি পার্ক এলাকার জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং এখানে বিপুল সংখ্যক এশীয় সম্প্রদায়ের মানুষ বাস করেন।
জেবি/এসবি