সিরিয়ায় আবাসিক ভবন ধসে প্রাণ গেল ১৬ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
সিরিয়ার উত্তরঞ্চলীয় শহর আলেপ্পোতে একট আবাসিক ভবন ধসে পড়ে ১৬ জনের প্রাণহানি হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) দেশটির আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তথ্যমতে,পানি লিকেজ হয়ে ৫ তলা ভবনটির ভিত্তি দুর্বল হয়ে ভবন ধসের ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী (আসাদ বাহিনী) ও তাদের মিত্র রাশিয়া ব্যাপক বোমা হামলায় শহরটির অনেক ভবন ক্ষতবিক্ষত হয়। ফলে গত কয়েক বছরে শহরটির অনেক ভবন ধসে পড়েছে।
ওই যুদ্ধে গৃহহীন হয়ে পড়া বহু সিরীয়কে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই পুনর্বাসন করা হয়েছে। সেই ভবনগুলো সংস্কার বা মেরামতের ব্যবস্থাও করা হয়নি।
জেবি/এসবি