সোমালিয়ায় সরকারি ভবনে হামলায় নিহত ৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


সোমালিয়ায় সরকারি ভবনে হামলায় নিহত ৫
সোমালিয়ার সেনাবাহিনী

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সরকারি ভবনে জঙ্গি হামলায়  ৫ জনের মৃত্যু হয়েছে। জঙ্গি সংগঠন আল-শাবাবের সদস্যরা হামলা করেছে বলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে আল-শাবাবের সদস্যরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোগাদিশুর মেয়রের দফতরের ভননে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলাকারীরা। এ ঘটনায় আরও কমপক্ষে  আহত হয়েছেন ১৬ জন।


দেশটির তথ্য মন্ত্রণালয় তাদের ফেসবুক পেইজে জনায়, নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ৬ জনকে হত্যা করে সন্ধ্যা ৬টার মধ্যে এলাকাটি মুক্ত করে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার গত আগস্টে আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে পাল্টা হামলা বাড়িয়ছে করেছে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীটি। 


মোগাদিশুর মেয়র দফতরে কর্মরত ফারাহ আব্দুল্লাহি বলেছেন, 'আমরা অফিসেই ছিলাম। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আমাদের কানে তালা লেগে। আমরা দৌঁড়ে বের হয়ে আসি, তখন শুরু হয় গুলিবর্ষণ।


জেবি/এসবি