ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরছেন ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল সামাজিকমাধ্যম ফেসবুক ও ইন্সট্রাগ্রাম। সেই নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে এ সপ্তাহেই।
এরপরই সামাজিক মাধ্যমগুলোতেফিরতে পারবেন এই রিপাবলিকান।
সংবাদ সংস্থা বিবিসি জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরতে পারবেন ট্রাম্প। চলতি সপ্তাহে তার অ্যাকাউন্টের দুই বছরের নিষেধাজ্ঞা শেষ হবে। দুই সামাজিক মাধ্যমের মূল প্রতিষ্ঠান মেটা এ তথ্য জানিয়েছে।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমাদের রাজনীতিবিদরা কী বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে। ’
তিনি আরও বলেন, ‘ক্যাপিটল হিলে হামলাকারীদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। এর ভিত্তিতে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই পরিস্থিতিতে সিদ্ধান্তটি ছিল যুগোপযোগী। ’
নিক ক্লেগ বলেন, ‘তবে বর্তমানে ট্রাম্পের অ্যাকাউন্ট জননিরাপত্তার জন্য ঝুঁকি নয়। ফের নিয়মনীতি ভঙ্গ করলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন তিনি। ’
জেবি/এসবি