জাপানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩
অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ সোনার পৌঁছেছে জাপানে। বুধবার (২৫ জানুয়ারি) দেশটিতে সোনার এই দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে।
নতুন দাম অনুযায়ী, দেশটিতে মূল্যবান এই ধাতু প্রতি গ্রাম ৮,৯৭৭ ইয়েন (৬৯ দশমিক মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ৭,১৬০.২০ টাকায় পৌঁছেছে, যা এর আগের বছর (২০২২) এপ্রিলে সর্বোচ্চ ৮,৯৬৯ ইয়েন (৬৯.২২ মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ৭,১৫৪ টাকায় পৌঁছেছিল।
দেশটির সংবাদ সংস্থা ‘জিজি প্রেস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
যদিও করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সোনার দাম বাড়ছে। এই অবস্থায় মূল্যস্ফীতি আরও বৃদ্ধি হওয়ার পাশাপাশি মন্দার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।
এছাড়াও চীনের শূনয়-কোভিড নীতির বাতিল করার পর চাহিদা বেড়ে যাওয়ায় সোনার দাম বৃদ্ধির আরেকটি কারণ বলে বাজার সূত্র দাবি করেছে।
জেবি/এসবি