নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩
নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়ে, নাজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় এলাকায় সন্দেহভাজনবোমা বিস্ফোরণে কয়েক ডজন গবাদি পশুপালক ও পথচারী মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা এবং দেশটির জাতীয় গবাদি পশু পালনকারীদের মুখপাত্র।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবুবকর লাদান রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে নিহতদের বুধবার গণ দাফন করা হয়েছে।
জেবি/এসবি