পূর্ব জেরুজালেমে বন্দুক হামলায় প্রাণ গেল ৭ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩
পূর্ব জেরুজালেমে সিনাগগে (ইহুদিদের উপাসনালয়ে) এক বন্ধুকধারীর হামলায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন। এসময় ইসরাইলি নিরাপত্তা বাহীনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) শহরের নেভ ইয়াকভের একটি উপাসনালয়ে এ ঘটনা ঘটে। সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইসয়াইলের জরুরি পরিসেবাগুলো জানিয়েছে, এ হামলায় ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ বছরের এক নারীও নিহত হয়েছেন। ইসরাইলি পুলিশ এক ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে।
স্থানীয় পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারী। এরপর উপাসনালয় লক্ষ্য করে গুলি চালায়। ওই বন্দুকধারীও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
জেবি/এসবি