হাসপাতাল

মধ্যরাতে হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই চিকিৎসকসহ নিহত ৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩


মধ্যরাতে হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই চিকিৎসকসহ নিহত ৫
হাসপাতালে অগ্নকাণ্ড

ভারতের একটি বেসরকারি হাসপাতালে অগ্নকাণ্ডের ঘটনায় ২ জন চিকিৎসকসহ নিহত হয়েছেন ৫ জন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।


শুক্রবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে ভারতের রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকার একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।


দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে হাসপাতালের মালিক ও চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী রয়েছে। এছাড়া সোহান খানির নামে আরও একজনের মরদেহ চিহ্নিত হয়েছে। আগুন লাগার ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন। 


পুলিশ জানায়, বাড়িতেই হাসপাতাল করেছিলেন এই চিকিৎসক দম্পতি। শুক্রবার মাঝ রাতে হঠাৎ করে  ওই হাসপাতালে আগুন লেগে যায়।  সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকলবাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে শ্বাসকষ্টজনিত কারণে  ৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।


ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন, হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মনে হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাদের মৃত্যু হয়।তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


জেবি/এসবি