ক্রীড়ামন্ত্রী হলেন রিয়াজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩
পাঞ্জাব প্রদেশে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জাতীয় দলের পেসার ওয়াহাব রিয়াজ।
ঢাকা ও চট্টগ্রামের পর্বের পর নবম আসরের বিপিএলের খেলা এখন চায়ের দেশ সিলেটে। এদিকে চলতি আসরে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। শুধু খেলছেন বললে ভুল হবে, রীতিমতো মাতিয়ে রেখেছেন নিজের আগ্রাসী বোলিংয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তত্ত্বাবধায়ক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ওয়াহাবের নিয়োগ নিশ্চিত করেছেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাঞ্জাব বিধানসভার নির্বাচন না হওয়া পর্যন্ত ওয়াহাব রিয়াজ এই পদে থাকবেন।
লাহোরে গভর্র বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ওয়াহাব।
দেশে ফিরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন বলে জিওসুপার টিভিকে এমনটাই জানিয়েছেন ওয়াহাব।