পেরুতে বাস খাদে পড়ে প্রাণ গেল ২৪ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩


পেরুতে বাস খাদে পড়ে প্রাণ গেল ২৪ জনের
দুর্ঘটনা কবলিত বাস

লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটিতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। 


স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ হতাহতের এ তথ্য নিশ্চি করেছে।


পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) জানিয়েছেন, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।


রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উওরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন। 


জেবি/এসবি