তুরস্ক-ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে তুরস্ক ও ইরান সীমান্তে। ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত আহেন। এতে ৩ জনের প্রাণহানি হয়েছে। ৩০০ জনের বেশি লোক আহত হয়েছেন।
শনিবার (২৮ জানুয়ারি) দেশদুটির সীমান্তে এ কম্পন অনুভূত হয়। এ ৩০০ জনের বেশি লোক আহত হয়েছেন।
রবিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীর সংবাদমাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত খোয় শহরের বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা প্রধানের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই সংখ্যা জানায়।
জানা গেছে, ভূমিকম্প যে এলাকায় আঘাত হেনেছে, সেসব এলাকা বরফে ঢাকা পড়েছে এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
জেবি/এসবি