মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে ঝরে গেল ৮ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩
মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে ৮ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরে একটি ব্যস্ত নাইট ক্লাবে বন্ধুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (৩০ জানুয়ারি) মেক্সিকান পুলিশ এ তথ্য জানায়।
সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারি অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।
সংবাদ সংস্থাটি বলছে, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন আরও ২জন মারা যান। বন্দুকের গুলিতে আহত ৫জন রবিবার হাসপাতালে ভর্তি ছিলেন।
'এল ভেনাদিটো' নামক এই বারটি দেশটির জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। এ পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
জেবি/এসবি