একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩
পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩ আসনে উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
পিটিয়ের সিনিয়র নেতা শাহ মাহমুদ কোরেশির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দেশটিতে এ আগামী ১৬ মার্চ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি বলেন,আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচন করেছিলেন এর মধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।
জেবি/এসবি