ওমরাহ করতে গিয়ে ১২৩ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪৫ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩


ওমরাহ করতে গিয়ে ১২৩ জনের মৃত্যু
ওমরাহ করতে গিয়ে ১২৩ জনের মৃত্যু

গত কয়েক মাসে ওমরাহ পালন করতে গিয়ে মারা গেছেন ১২ বাংলাদেশি। অসংখ্য ওমরাহযাত্রী সৌদি হারিয়েও গেছেন।


গত ২৩ জানুয়ারি এ বিষয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর চিঠি পাঠিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে।


চিঠিতে বলা হয়, ১৪৪৩ হজ পরবর্তী বিগত কয়েক মাসে ১২৩ জন বাংলাদেশি ওমরাহযাত্রী মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য ওমরাহযাত্রী হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটেছে।


‘হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করে দেখা যায়, ওমরাহযাত্রীরা গাইডের নিয়ন্ত্রণে গ্রুপে চলাচল না করে একাই চলাচলের চেষ্টা করায় এমন ঘটনা ঘটেছে। ওমরাহযাত্রীরা হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই পাসপোর্ট সঙ্গে রাখছেন না। তাছাড়া আবাসিক হোটেলের বা ওমরাহ কোম্পানির কোনো তথ্য না নিয়েই অনেক সময় হোটেল থেকে একাকি বেরিয়ে পড়ছেন এবং হোটেলে ফেরত না যেতে পেরে হারিয়ে যাচ্ছেন।’


হজ কাউন্সিলর জানিয়েছেন, ‘হারিয়ে যাওয়া যাত্রীদের খুঁজে পাওয়া যেমন দুরূহ, তেমনি হারানো ব্যক্তির কেউ সাক্ষাৎ পেলেও তাকে তার হোটেলে পৌঁছে দেওয়াও কঠিন। হারিয়ে যাওয়া ব্যক্তিদের অনুসন্ধানের জন্য অনেক ক্ষেত্রেই স্থানীয় সব থানা, স্থানীয় সব হাসপাতাল এবং অন্যান্য সম্ভাব্য স্থানে ভ্রমণ করা প্রয়োজন হয়ে পড়ছে। জেদ্দা থেকে মক্কা ও মদিনায় গমন করে স্বল্পসংখ্যক জনবল এবং সীমিত জ্বালানি দিয়ে এমন কার্যক্রম পরিচালনা করা দূরুহ হয়ে পড়ছে।’