তালেবানের দায় স্বীকার

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩৪ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩


পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ- ছবি: হিন্দুস্তান টাইমস

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশের রাজধানী পেশোয়ারে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধঘোষিত সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান।


এদিকে সোমবারের এই বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।


পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, যোহরের নামাজের সময় মসজিদের সামনের সারিতে উপস্থিত ছিলেন আত্মঘাতী হামলাকারী। বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন তিনি।


পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও মারা গেছেন। জিও নিউজ বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন।


বিস্ফোরণে মসজিদের একাংশ ধসে যাওয়ায় অনেকে ধ্বংস্তূপের নিচ চাপা পড়েছেন। 


পেশোয়ার পুলিশের কর্মকর্তা এজাজ খান বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক পুলিশ সদস্য আটকে রয়েছেন। যে কারণে এখনই হতাহতের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আমরা বর্তমানে উদ্ধার অভিযানে মনোনিবেশ করেছি। আমরা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।


পাকিস্তানের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলমান আছে। অনেকেই মসজিদের ধ্বংস্তুপের নিচে আটকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।


মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশোয়ারের সব হাসপাতালে চিকিৎসা বিষয়ক জরুরি অবস্থা জারি করেছেন। অন্তর্র্বতীকালীন এই মুখ্যমন্ত্রী উদ্ধারকারী সব সংস্থাকে ত্রাণ তৎপরতার গতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।


মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করেন সিভিল সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন পেশোয়ারের সভাপতি তাসাভুর ইকবাল। তিনি বলেন, পুলিশ লাইন্স এলাকায় সবসময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিচয়পত্র এবং দেহ তল্লাশি ছাড়া কেউই এই মসজিদে প্রবেশ করতে পারেন না।