দ. কোরিয়ায় ট্যাক্সি ভাড়া বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সিটি করপোরেশনে বেসিক ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করে ৪৮০০ উয়ন করা হয়েছে। নতুন ভাড়া ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এছাড়া প্রাথমিক ন্যূনতম দূরত্ব- যার জন্য ট্যাক্সি ভাড়া বর্তমান ২ কিলোমিটার থেকে ১.৬ কিলোমিটার হবে।
এদিকে, বেসিক নেওয়ার পরও এখন থেকে ১৩২ মিটার থেকে প্রতি ১৩১ মিটার দূরত্বের জন্য ১০০ উয়ন অতিরিক্ত অর্থ নেওয়া হবে। রাতের ট্যাক্সি পরিষেবা বাড়ানোর লক্ষ্যে কর্তৃপক্ষ গত মাসে ট্যাক্সি ড্রাইভারদের রাত ১০টা থেকে রাতের চার্জ নেওয়া হবে। এর অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে প্রিমিয়াম ট্যাক্সির বেসিক ভাড়ার সাথে ৫০০ উয়ন বাড়িয়ে ৭০০০ উয়ন করা হবে। এছাড়াও আগামী এপ্রিল থেকে বাস ও মেট্রোরেলের ভাড়া ৩০০ থেকে ৪০০ উয়ন বাড়ানো হবে বলে জানা গেছে।
জেবি/এসবি