কোভিড নিয়ে এখনও বড় ভয় আছে: ডব্লিউএইচও


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩


কোভিড নিয়ে এখনও বড় ভয় আছে: ডব্লিউএইচও
ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে এখনও বড় ভয় আছে। সোমবার (৩০ জানুয়ারির) এক  বিবৃতিতে এ কথা জানানো হয়।


বিশেষজ্ঞদের তৈরি  বিবৃতিতে  বলা হয়, করোনা ভাইরাস সম্প্রতি রূপান্তরের পর্যায়ে রয়েছে। এই রূপান্তর পর্যায়ের দিকেই আরও নজর রাখা জরুরি। যতটা সম্ভব এই নতুন নতুন রূপের ক্ষতিকর প্রভাবগুলো প্রশমিত রাখতে হবে।  


বিবৃতিতে বলছে, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির পরামর্শের সঙ্গে একমত হয়েছেন। সেইমতে কোভিডকে জনস্বাস্থ্যে একটি জরুরি অবস্থা হিসেবেও বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথিবী এখনও করোনা থেকে মুক্ত হয়নি বলেই মনে করছে আন্তর্জাতিক সংস্থা।'


এতে আরও জানানো হয়, 'করোনা সংক্রামক রোগ হলেও বিশ্ব জুড়ে এটি অনেকটা আয়ত্তে এসেছে। বেশিরভাগ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে গড়ে উঠেছে। সংক্রমণের মাধ্যমে বা টিকাকরণের মাধ্যমে গড়ে উঠেছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা। এর ফলে রোগ নিয়ন্ত্রণও সহজ হচ্ছে।' 


বিবৃতিতে বলা হয়, এর ফলে সার্স কোভ-২ ভাইরাসে আক্রান্ত হয়ে মরবিডিটি ও মৃত্যুর হার অনেকটাই কমছে।