পাকিস্তানে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


পাকিস্তানে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০
পাকিস্তানে মসজিদে হামলা

পাকিস্তানের পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার একদিন পর নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে এসেছে।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) কয়েকজনের মরদেহ উদ্ধার হয়। এখনও সেখানে চলছে উদ্ধার কাজ।


এর আগে সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও একশজন।


দেশটির পুলিশ বলছে, সোমবার দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। মুসল্লিরা জোহরের নামাজ আদায় করছিলেন এ সময়।


এদিকে, পাকিস্তানি তালেবান (টিটিপি) তাদের একজন কমান্ডারের প্রাথমিক দাবির পরে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।


প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান এ ঘটনায় মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেছেন। প্রদেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে মঙ্গলবার।


পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মাদ ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার ঘটনার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।