নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩
নাইজেরিয়ায় বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত তারা বৃহস্পতিবার দেশটির বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়।
আহতদের রাজ্যের কাঙ্কারা নামের একটি হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক।
দেশটির পুলিশ বলছে, অভিযুক্তদের খুঁজতে যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।
জেবি/এসবি