দাবদাহ থেকে সৃষ্ট দাবানলে চিলিতে প্রাণ গেল ৭ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩
দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দেশটিতে দাবানলে এ পর্যন্ত ৭ জন মারা গেছেন। এখনও বন ও আবাদি জমিতে আগুন ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
দেশটির স্থানীয় সময় শুক্রবারও (৩ ফেব্রুয়ারি) দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৪ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে চলমান এই দাবানলে। গত ১৩ বছরের মধ্যে চলতি বছরই সর্বোচ্চ খরার মুখে পড়েছে চিলি।
জানা যায়, রাজধানী শহর সান্তিয়াগো। এখান থেকে ৫৬০ কিলোমিটার দূরের এলাকা বিবিওতেই দাবানলের ভয়াবহতা বেশি। সেখানেই এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইতোমধ্যে বিবিও ও নুবলে এলাকায় চলমান দাবানলকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছে চিলি সরকার। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইসব অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জেবি/এসবি