হাঙরের আক্রমণে প্রাণ গেল কিশোরীর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


হাঙরের আক্রমণে প্রাণ গেল কিশোরীর
হাঙর

পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী পার্থে হাঙরের আক্রমণে ২৬ বছর বয়সী এক কিশোরীর প্রাণহানি হয়েছে। পার্থে সোয়ান নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে পার্থের ফ্রেম্যান্টল বন্দর এলাকায় সোয়ান নদীর একটি ট্রাফিক সেতুর কাছ থেকে মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

পুলিশ ধারণা করছে, ওই কিশোরী নদীতে ডলফিনের একটি দল দেখে জেট স্কি থেকে লাফ দিয়ে সাঁতার কাটতে যায়। তখনই হাঙর আক্রমণ করে তাকে।
 
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, কোন প্রজাতির হাঙর মেয়েটিকে আক্রমণ করেছে তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনার পর ফ্রেম্যান্টল এলাকার সোয়ান নদীতে স্থানীয়দের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।

জেবি/এসবি