পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই
পারভেজ মোশাররফ

না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাশাসক পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। 


রবিবার (৫ জানুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু  বিষয়টি জানিয়েছে জিও নিউজ।


উল্লেখ্য, ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন পারভেজ মোশাররফ। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। তিনি ১৯৯৮ সালে জেনারেল পদে পদে উন্নীত হন ও পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান।

জেবি/এসবি