কর্মী সংকটে ভুগছে জার্মানির কারাগারগুলো


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


কর্মী সংকটে ভুগছে জার্মানির কারাগারগুলো
কর্মী সংকটে জার্মানির কারাগার

জার্মানির বিভিন্ন কারাগারে এই মুহূর্তে দুই হাজার কর্মীর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। এরই পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জার্মানির শ্রমবাজারে যুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার


জার্মানির ফেডারেশন অব প্রিজন সার্ভিস এমপ্লয়িজ জানায়, দেশজুড়ে বিভিন্ন কারাগারে মোট দুই হাজার পদ খালি রয়েছে৷ তবে ট্রেড ইউনিয়নের প্রধান রেনে ম্যুলারের মতে, খালি পদের সংখ্যা মূলত আরও বেশি৷ 


তিনি বলেন, সম্পূর্ণ কারাগার ব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মী সংকট হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে৷ কিন্তু খালি এই পদগুলোর বিপরীতে আমরা কোনো আবেদন পাচ্ছি না।


তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত জার্মানির বিভিন্ন কারাগারে মোট বন্দির সংখ্যা ছিলো ৫৬ হাজার৷ রেনে ম্যুলারের মতে, দেশের কারাগারগুলোতে মোট স্টাফ সংখ্যা ৩৮ হাজার৷


কর্মী ঘাটতির ফলে কারাগারগুলোতে কার্যক্রম ব্যহত হচ্ছে জানিয়ে ট্রেড ইউনিয়নের প্রধান বলেন, কারাগারে থাকা ব্যক্তিদের সংশোধনের বিষয়টি এখন শুধু কাগজপত্রেই রয়েছে। এই কাজটি কারারক্ষীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব৷