তুরস্কে ভূমিকম্পে প্রাণ গেল ১৬০ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


তুরস্কে ভূমিকম্পে প্রাণ গেল ১৬০ জনের
তুরস্কের শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে কমপক্ষে ১৬০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালেদক্ষিণ তুরস্কে ভূমিকম্পে হতাহতের এই ঘটনা ঘটে। 

দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, মৃত্যুর সংখ্যা অনেক বাড়বে। কারণ, ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ এবং এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪.১ কিলোমিটার গভীরে।

তবে দশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করেছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ এবং উৎপত্তিস্থল ছিল পাজারচিক জেলায়। এটি ৭ কিলোমিটার গভীরে।

জেবি/এসবি