অস্ট্রিয়ায় তুষারধসে ৮ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩
অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে ৮ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) ৩ জন ও রবিবার (৫ ফেব্রুয়ারি) আরও ৫ জনের প্রাণি হয়।
দেশটির পুলিশ জানায়, বরফ অপসারণের জন্য ট্রাক্টর ব্যবহার করার সময় ৫৯ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সেন্ট অ্যান্টন অ্যাম আর্লবার্গে ২৯ ও ৩৩ বছর বয়সী দুই স্কাইয়ার এবং একজন গাইডকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া একজন ৬২ বছর বয়সী ব্যক্তি, যিনি হোহে আইফনারের চূড়ার চারপাশে ক্রস-কান্ট্রি স্কিইং করার পর আর ফেরেননি। উদ্ধারকারীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এর আগে শনিবার একজন ১৭ বছর বয়সী নিউজিল্যান্ডের নাগরিক, ৫০ বছর বয়সী একজন জার্মান নাগরিক ও ৩২ বছর বয়সী একজন চীনা নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়।
শুধুমাত্র টাইরোলে শনিবার ৩০টি তুষারধসের খবর পাওয়া গেছে। এতে ১১ নিখোঁজ ব্যক্তি জড়িত। এছাড়া দুর্বল দৃশ্যমানতা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে।
গত দুই দিনের ভারী তুষারপাতের সঙ্গে বাতাস তুষারপাতের বিপদ বাড়িয়েছে। কর্মকর্তারা শীতকালীন ক্রীড়া উৎসাহীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়।
জেবি/এসবি