ভালোবাসা দিবসে বিনামূল্যে কনডম বিতরণ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১১ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


ভালোবাসা দিবসে বিনামূল্যে কনডম বিতরণ
কনডম

আর মাত্র কয়েকদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। এদিন ভালোবাসার জোয়ারে ভাসবেন সবাই! ১৪ ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইনস ডে উপলক্ষে অবিবাহিত অনেকেই মেতে উঠবেন যৌনতায়। তাই যৌন রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে বিনামূল্যে কনডম বিলি করার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার।


ভালোবাসা দিবস প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসার কথা জানান। আবার বিশেষ এই দিনে উঠতি বয়সী প্রেমিক-প্রেমিকারা যৌন সম্পর্কে লিপ্ত হন। 


এ নিয়ে চিন্তার ভাঁজ থাইল্যান্ড প্রশাসনের কপালে। কারণ যৌনতা ব্যাপারটিকে সব সময়ই গুরুত্ব দেয় দেশটি।


ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে থাইল্যান্ডে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম বিতরণ করা হবে। অবাঞ্ছিত গর্ভধারণ, যৌনরোগ যাতে না ছড়ায় সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।


থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চার ধরনের কনডম বিতরণ করা হবে। তরুণরা এই কনডমগুলো সংগ্রহ করতে পারবেন দেশটির সব হাসপাতাল, ওষুধের দোকান ও প্রাইমারি কেয়ার ইউনিট থেকে।