ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ১৫০০ ছাড়াল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৪৮ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ১৫০০ ছাড়াল
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ১৫০০ ছাড়িয়েছে

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫০০ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


তুরস্কের দক্ষিণাঞ্চলে উৎপত্তি হওয়া ভূমিকম্পটিতে প্রতিবেশী সিরিয়ায় ৩৭১ নিহত ও ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।


হতাহতদের অধিকাংশই আলেপ্পো, লাতাকিয়া, হামা ও তারতুস প্রদেশের বাসিন্দা বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।


তুরস্কে এখন পর্যন্ত ৯১২ জন প্রাণ হারিয়েছে এবং পাঁচ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।


রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প হয়। প্রতিবেশী সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন ও সাইপ্রাসও কেঁপে ওঠে সেই ভূমিকম্পে।


যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পটির উৎপত্তি গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরে। তারপর থেকে পরবর্তী ঘণ্টাগুলোতে অন্তত ২০টি পরাঘাত অনুভূত হয়েছে।


সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর লাতাকিয়া থেকে শুরু করে ভূমিকম্পটি দক্ষিণে রাজধানী দামেস্ক পর্যন্ত অনুভূত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আলেপ্পো প্রদেশে বহু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে।।